হাওর বার্তা ডেস্কঃ নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগে নেপালের স্পিকার কৃষ্ণ বাহাদুর মাহারাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিবিসি জানায়, ধর্ষণের অভিযোগ ওঠায় গত মঙ্গলবার তিনি স্পিকারের দায়িত্ব থেকে পদত্যাগ করেন।
মাহারার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসায় দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। ফলে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টি তাকে পদত্যাগ করার জন্য বলে।
তবে এক সময়ের এই মাওবাদী বিদ্রোহী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, রবিবার তার অ্যাপার্টমেন্টে মদ্যপ অবস্থায় যৌন নিপীড়ন চালান মাহারা।
স্থানীয় সংবাদমাধ্যমকে ওই নারী বলেন, ‘আমি ভাবতেই পারিনি এমন একটি ঘটনা ঘটতে পারে। তিনি আমাকে জোর করছিলেন। পরে আমি যখন পুলিশকে ফোন করব বললাম, তিনি তখন চলে গেলেন।’
২০০৬ সালে নেপালের কয়েক দশকের গৃহযুদ্ধ অবসানে শান্তি আলোচনায় মাওবাদীদের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন মাহারা।
২০১৭ সালে জাতীয় নির্বাচনে মাওবাদী এবং উদারপন্থী কমিউনিস্টদের জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসলে তিনি পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন।