জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

তৈলচিত্রের ভূত

৭। দেয়ালে বড় বড় কয়টি তৈলচিত্র আছে?

ক. দুটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. পাঁচটি

সঠিক উত্তর : খ. তিনটি

৮। মটকা কী?

ক. রেশমের মোটা কাপড়

খ. পাটের মোটা কাপড়

গ. তুলার মোটা কাপড়

ঘ. রেশমের চিকন কাপড়

সঠিক উত্তর : ক. রেশমের মোটা কাপড়

৯। উদ্ভ্রান্ত শব্দের অর্থ কী?

ক. বিব্রত

খ. দ্বিধা

গ. দ্বন্দ্ব

ঘ. দিশেহারা

সঠিক উত্তর : ঘ. দিশেহারা

রহিম সাহেবের বাসা থেকে কিছু গয়না চুরি হয়ে গেছে। অবশ্য কাজের মেয়েটিকে সন্দেহ করতে পারে না। কেননা, তার চরিত্র সম্পর্কে সবার জানা আছে।

১০। উদ্দীপকের মেয়েটির সঙ্গে নগেনের যে চারিত্র্যিক বৈশিষ্ট্যের মিল আছে-

ক. নম্রতা

খ. সততা

গ. সাহসিকতা

ঘ. ভীরুতা

সঠিক উত্তর : খ. সততা

১১। দিনের বেলা তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে কেন?

ক. দিনে ভূত থাকে না

খ. দিনে বিদু্যৎ থাকে না

গ. দিনে মেইন সুইচ অফ থাকে

ঘ. দিনে রুপার ফ্রেমে বিদু্যৎ প্রবাহিত হয় না

সঠিক উত্তর : গ. দিনে মেইন সুইচ অফ থাকে

১২। মামার শরীরে অশরীরী আত্মার প্রবেশ ঘটেছে, নগেনের এমন ধারণার কারণ তার-

র. কুসংস্কারাচ্ছন্ন মন

রর. অজ্ঞানতা

ররর. বিজ্ঞানভিত্তিক জ্ঞানের অভাব

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

১৩। মামার তৈলচিত্রে নগেনের প্রণাম করতে যাওয়ার কারণ-

র. আত্মগস্নানি কমানো

রর. মামাকে শ্রদ্ধা জানানো

ররর. মামার বাড়ি থেকে পালানো

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

দীপু গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এলো। হঠাৎ একদিন বাড়ির পেছনের ডোবায় ফসফরাসের আলো জ্বলতে ও নিভতে দেখে ভয়ে চিৎকার করে ওঠে।

১৪। উদ্দীপকের দীপুর সঙ্গে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কার মিল রয়েছে?

ক. নগেন

খ. লেখক

গ. মামা

ঘ. পরাশর ডাক্তার

সঠিক উত্তর : ক. নগেন

১৫। দীপুর ভয় পাওয়ার কারণ-

র. অজ্ঞতা

রর. কুসংস্কার

ররর. মৃত আত্মা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর