বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সুরক্ষায় আইনি ব্যবস্থা রয়েছে: আইনমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সুরক্ষায় আইনি ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, গত এক দশকে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ অসাধারণ সাফল্য অর্জন করেছে।

বৃহস্পতিবার সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিত ‘ডুইং বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক ফিন্যান্স করপোরেশন, এন্টারপ্রাইজ সিঙ্গাপুর এবং ইনফ্রাস্ট্রাকচার এশিয়া এ কর্মশালার আয়োজন করে। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

কর্মশালায় আইনমন্ত্রী বলেন, ‘বিনিয়োগের ড়্গেত্রে বাংলাদেশ সবাইকে অবাক করে দিয়েছে। বেসরকারি বিনিয়োগ আগের দশকের তুলনায় পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। পিপিপির ভিত্তিতে বাংলাদেশ এখন বিশে^র ত্রিশতম বৃহত্তর অর্থনীতির দেশ। অর্থনীতির দেশ এবং উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ বিশ^ব্যাপী স্বীকৃতি অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই সবচেয়ে উদার বিনিয়োগ নীতি রয়েছে। এখানে বৈদেশিক বিনিয়োগ সুরক্ষার আইনি ব্যবস্থা রয়েছে। বৈদেশিক বিনিয়োগ জাতীয় সংসদে পাসকৃত আইন এবং দ্বিপড়্গীয় বিনিয়োগ চুক্তি দ্বারা সুরক্ষার ব্যবস্থা রয়েছে।’

গত এক দশকে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের ড়্গেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘শক্তিশালী নেতৃত্ব, সুশাসন, সঠিক পরিকল্পনা, স্থিতিশীল সরকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করেছে। বাংলাদেশকে উন্নয়নের মডেল বানিয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য রাজনৈতিক প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে সরকার ‘ভিশন ২০২১’ অর্জনের কাছাকাছি। সরকারের মূল লক্ষ¨ ‘ভিশন ২০৪১’ বাস্তবায়ন করে উন্নত দেশে পরিণত হওয়া। এই দর্শনের ওপর ভিত্তি করে বাংলাদেশে ব্যাপক আর্থ-সামাজিক রূপান্তর শুরু হয়েছে।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর