হাওর বার্তা ডেস্কঃ প্যারিসের পুলিশ হেডকোয়ার্টারে ঢুকে ছুরি দিয়ে কুপিয়ে ৪ জনকে খুন করেছে এক ব্যক্তি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আক্রমণকারীর নাম-ঠিকানা জানা যায়নি। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তি পুলিশ হেডকোয়ার্টারেরই একজন কর্মকর্তা। তাকে ইতিমধ্যে গুলি করে মারা হয়েছে।
ফ্রান্সজুড়ে পুলিশের ওপর হামলার ঘটনা বেড়ে যাওয়ায় সদস্যরা একদিন আগে কর্মবিরতির ঘোষণা দেন। তার ভেতরই ঘটল এই ঘটনা।
বিবিসি জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্যারিসের মেয়র বিবৃতিতে বলেছেন, শহরের টুরিস্ট স্পটের পাশে ছুরি হামলায় অনেকে মারা গেছেন। তিনজন পুরুষ এবং একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।