হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ দুইমাস পর মুক্তি পেয়েছেন ভারতের জম্মুর গৃহবন্দী থাকা সব রাজনৈতিক নেতারা। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার সময় তাদের গৃহবন্দী করেছিলো দেশটির সরকার।
এদিকে জম্মুর গৃহবন্দী নেতাদের মুক্তি দেয়া হলেও কাশ্মীরের নেতাদের এখনও মুক্তি মেলেনি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, জম্মুর যেসব নেতা গৃহবন্দি ছিলেন তাদের মুক্তি দেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আরোপ করা বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।
কয়েকদিন আগে পঞ্চায়েতরাজ ব্যবস্থার দ্বিতীয় পর্যায় ব্লক উন্নয়ন কাউন্সিলের নির্বাচন ঘোষণা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রধান নির্বাচনী কর্মকর্তা, এই কারণেই স্থানীয় রাজনীতিকদের মুক্তি দেওয়ার এই সিদ্ধান্ত।
সরকারি সূত্রগুলো এনডিটিভিকে বলেছে, জম্মু অঞ্চলটি শান্তিপূর্ণ হওয়ায় ওই নির্বাচনের আগে রাজনীতিকদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জম্মুর মুক্তি পাওয়া নেতাদের মধ্যে দেভেন্দ্রর সিং রানা, রমন ভল্লা, হার্শদেব সিং, চৌধুরি লাল সিং, ভিকর রাসুল, জাভেদ রানা, সুরজিত সিং স্লাথিয়া ও সাজ্জাদ আহমেদ কিচলু উল্লেখযোগ্য।
ন্যাশনাল কনফারেন্সের দেভেন্দ্রর রানা এনডিটিভিকে বলেছেন, “আমার চলাচলে কোনো বিধিনিষেধ থাকবে না বলে গত সন্ধ্যায় এক পুলিশ কর্মকর্তা আমাকে জানিয়েছেন।”
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে একে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নেওয়ার পরই রাজ্যটিকে নিরাপত্তার ঘেরাটোপে বন্দি করে ফেলে ভারতের কেন্দ্রীয় সরকার। এর অংশ হিসেবেই জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ ও ফারুক আবদুল্লাসহ প্রায় ৪০০ রাজনীতিককে আটক অথবা গৃহবন্দি করা হয়।