হাওর বার্তা ডেস্কঃ চুক্তি সম্পন্ন না হলেও ৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে যুক্তরাজ্য, সোমবার দেশটির অর্থমন্ত্রী সাজিদ জাভিদ এমনটা বলেন।
রয়টার্স জানায়, আইটিভিকে ব্রিটিশ অর্থমন্ত্রী বলেন, ‘আশা করছি চুক্তি সম্পন্ন করেই ইইউ থেকে বেরিয়ে যাব। যদি শেষপর্যন্ত কোনো চুক্তি নাও হয় আমি মনে করি যেভাবেই হোক ব্রেক্সিট কার্যকর করা। চুক্তি ছাড়া এটি যথার্থ হবে না কিন্তু ৩১ অক্টোবরই ব্রেক্সিটের জন্য উপযুক্ত।’
কিন্তু কোনো ধরনের চুক্তি ছাড়াই কীভাবে সরকার ব্রেক্সিট কার্যকর করবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
জাভিদ জানান, ‘চুক্তির জন্য পার্লামেন্টে আইন পাস এখন জটিল হয়ে পড়েছে। কিন্তু আমাদের নীতি স্পষ্ট, আমাদের অবস্থান পরিবর্তন হবে না। আমরা ৩১ অক্টোবর বেরিয়ে যাব।’
প্রসঙ্গত ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছে যুক্তরাজ্য। ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগ করতে হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে। দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনও বিতর্কের মুখে পড়েন।
যেভাবেই হোক ব্রেক্সিট কার্যকর করতে রানির অনুমোদনে বরিসs পার্লামেন্ট স্থগিত করেন, এতে নতুন সংকটের মুখে পড়ে যুক্তরাজ্য। পরবর্তীতে পার্লামেন্ট স্থগিতকে দেশটির সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করে।