হাওর বার্তাঃ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলাপ্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের ইলিশ চত্বর ঘুরে পুনরায় জেলাপ্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “ভবিষ্যতের উন্নয়ণে, কাজের সুযোগ পর্যটনে”।
জেলা প্রশাসক হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শওকত ওসমান, সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন, চাঁদপুর পৌরসভার শহর পরিকল্পনাবীদ সাজ্জাদ ইসলাম প্রমূখ।
আলোচনা সভা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।