বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাটে এক নাম্বারে থাকা বাংলাদেশি এই ক্রিকেটারের জনপ্রিয়তা আকাশচুম্বি। বিশ্ববাসীর কাছে বাংলাদেশ ক্রিকেট মানেই সাকিব আল হাসান। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ৩১ অক্টোবর সাকিবের দেশে ফেরার পর থেকে ক্রিকেট বিশ্ব বুঝে গেছে ক্রিকেটের প্রতি তার মায়া ভালোবাসারা পরিমাণটা। দেশে ফিরে সেদিন সাকিব বলেছিলেন, স্ত্রী উম্মে শিশিরের অনুপ্রেরণাতেই দেশে ফিরে এসেছেন তিনি। ওখানে এমার্জেন্সি নেই দেখে শিশির আমাকে দেশে ফিরতে অনুপ্রাণিত করে।’ জিম্বাবুয়ে সিরিজের প্রতিটি ম্যাচ খেলার ইচ্ছে ছিল সাকিবের। কিন্তু সেই ‘এমার্জেন্সি’তে (বিশেষ কারণে) সাকিবকে যুক্তরাষ্ট্রে যেতেই হচ্ছে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে রোববার রাতেই ঢাকা ছেড়েছেন তিনি। জানা যায়, স্ত্রী উম্মে শিশিরের ফোন পেয়ে সিরিজের বাকি ম্যাচ গুলো রেখে যুক্তরাষ্ট্রে উদ্দেশ্যে পা বাড়ান বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সংবাদ শিরোনাম
স্ত্রীর ফোন পেয়ে তবেই ছুটলেন সাকিব
- Reporter Name
- আপডেট টাইম : ১১:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫
- ৩১৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ