মাদক ও অনিয়মের বিরুদ্ধে চট্টগ্রামেও অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার বিকেলে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আন্তঃস্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘‘দেশে মাদক ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চলছে। ঢাকায় অভিযান চলছে, চট্টগ্রামেও শুরু হবে। এটি অব্যাহত থাকবে। এক্ষেত্রে দল-মত দেখা হচ্ছে না। কারণ অনিয়ম দেশকে পিছিয়ে দেয়।’’
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র দেশের ৪৮টি বিদ্যালয়ের বিতর্ক দল নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
ড. হাছান মাহমুদ বলেন, ‘‘যুক্তিভিত্তিক সমাজ গঠনে বিশ্বাস করি। বিতর্ক ছাড়া সেটি সম্ভব নয়। স্কুল বিতর্ক প্রতিযোগিতা এক্ষেত্রে সহায়ক। তাদের পরিশীলিত করতে ভূমিকা রাখবে।’’
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমরা মনে রাখবে, মা-বাবা কোলে পিঠে করে মানুষ করেছে। তোমরা যখন বড় হবে, তখন তারা তোমাদের সন্তানের মতো হয়ে যাবে। তাদের সেবা করবে।
বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজহারুল হক ও মো. নুরুল করিম।