যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের কার্যালয় থেকে বিপুল পরিমাণ টাকার সঙ্গে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর উদ্ধার হয়েছে। এ সময় ভেতরে বিপুল পরিমাণ বিদেশি মদও পায় র্যাব।
অভিযানের নেতৃত্বে থাকা র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম রাইজিংবিডিকে বলেন, ‘আমরা নগদ ১০ কোটি টাকা, বিপুল পরিমাণ ডলার এবং এফডিআরের সন্ধান পেয়েছি। পরে বিস্তারিত জানানো হবে। কেননা, অভিযান এখনও অব্যাহত আছে।’
র্যাব জানায়, এখানে বসেই শামীম ক্যাসিনোর আয় থেকে টাকার লেনদেন করতেন। কার্যালয়টি ছিল তার কাছে নিরাপদ। এ কারণে টাকার সঙ্গে এখানে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ রাখতেন। কার্যালয়ের বিভিন্ন স্থান থেকে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর পাওয়া যায়। এছাড়া অস্ত্র-গুলির সন্ধান মিললেও তার যাচাই-বাছাই করছে র্যাব।
এর আগে শুক্রবার দুপুরে নিকেতনে শামীমের কার্যালয় ঘিরে ফেলে র্যাব। শামীম ও তার ৬ দেহরক্ষীকেও আটক করা হয়। সবুজবাগ, বাসাবো, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক।
পড়ুন : বিপুল অর্থসহ যুবলীগ নেতা শামীম আটক
যুবলীগ থেকে বহিস্কার হলেন খালেদ মাহমুদ