হাওর বার্তা ডেস্কঃ একা বা জীবনসঙ্গী নেই বলে নিবন্ধন করা কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীকে অনলাইনে জীবনসঙ্গী খুঁজে দিতে গত বছর ‘ডেটিং’ সেবা চালু করে ফেসবুক। প্রাথমিকভাবে মাত্র পাঁচটি দেশে চালু হলেও অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে অনলাইন ডেটিং সেবাটি। আর তাই এবার যুক্তরাষ্ট্রেও সেবাটি চালু করল ফেসবুক।
উল্লেখ্য, ডেটিং সেবাটি ব্যবহারের জন্য আলাদা প্রফাইল তৈরি করতে হয়। এসব প্রফাইল শুধু ডেটিং সেবায় নিবন্ধিত ব্যক্তিরাই দেখার সুযোগ পায়। ফলে ফেসবুকের অন্য বন্ধুরা বিষয়টি জানতে পারে না। বতর্মানে আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, কানাডা, মালয়েশিয়াসহ ১৯টি দেশে সেবাটি ব্যবহারের সুযোগ মিলে থাকে।