ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

একটানা কাজ শেষ করে ঢাকায় ফিরতে চাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
  • ২৬৩ বার

উপস্থাপনা ও মডেলিংয়ের বাইরে এ সময়ে সিনেমার কাজ নিয়েই বেশি ব্যস্ততা নুসরাত ফারিয়ার। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সিনেমা ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। তার অভিনীত ‘আশিকী’, ‘বাদশা’, ‘বস-২’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’ ছবিগুলো দুই বাংলায় মুক্তি পেয়েছে। সবশেষ ফারিয়া অভিনীত ভারতের নির্মাতা বিরসা দাসগুপ্তের ‘বিবাহ অভিযান’ ছবিটি কলকাতার পর বাংলাদেশে মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে কলকাতার দর্শকপ্রিয় নায়ক অঙ্কুশ অভিনয় করেন। এদিকে নতুন একটি সিনেমার শুটিংয়ের কাজে এক মাসের জন্য কলকাতায় গিয়েছেন নুসরাত ফারিয়া। সিনেমাটির নাম ‘ভয়’।

ফারিয়া বলেন, নতুন এ ছবির গল্পটি আলাদা ধরনের। এতে আমার বিপরীতে অঙ্কুশ অভিনয় করবেন। এর আগে তার সঙ্গে ‘বিবাহ অভিযান’ ও ‘আশিকী’ নামের দুটি ছবিতে অভিনয় করেছি। সেগুলোতে কাজ করে ভালো লেগেছে। নতুন সিনেমাটির কাহিনী থ্রিলার ধাঁচের। এ ধরনের সিনেমায় আগে অভিনয় করা হয়নি। আগামী ১০ই সেপ্টেম্বর থেকে এ ছবির শুটিং শুরু হবে। ছবিটির একটানা কাজ শেষ করে ঢাকায়   ফিরতে চাই। এ ছবিতে অঙ্কুশকে দেখা যাবে একজন সাঁতারের প্রশিক্ষক হিসেবে। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনাম অর্জন করবে, এটাই অঙ্কুশের স্বপ্ন। কিন্তু তার জীবনে নেমে আসে এক ধরনের ভয়। তার অসুস্থ বোনের শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। চরিত্রটি নিয়ে তিনি বলেন, এ ধরনের চরিত্রে প্রথমবার কাজ করছি। শিক্ষিকার চরিত্রে অভিনয় আগে করা হয়নি। নাম ‘ভয়’ হলেও ছবিটি কিন্তু ভৌতিক ঘরানার না। ছবিতে অঙ্কুশকে ভয়মুক্ত করতে সাহায্য করি আমি। এ ছবিটি পরিচালনা করবেন রাজা চন্দ। এদিকে অক্টোবরে ঢাকাসহ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়া অভিনীত নতুন ছবি ‘শাহেনশাহ’। এটি পরিচালনা করেছেন শামিম আহমেদ রনী। প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এতে নুসরাত ফারিয়ার  বিপরীতে ঢালিউড কিং শাকিব খান অভিনয় করেছেন। ফারিয়া বলেন, দারুণ কাহিনীর ছবি এটি। শাকিব খান নাম্বার ওয়ান হিরো। তার সঙ্গে ফিল্মে এটাই আমার প্রথম কাজ। এ ছবিতে অভিনয় করে বেশ ভালো লেগেছে আমার। ছবিটিতে দারুণ কিছু গানও রয়েছে। বিশেষ করে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে এ ছবির ‘ও প্রিয়া’ শিরোনামের গানটি সম্প্রতি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। এ গানটি লিখেছেন ও মিউজিক করেছেন লিংকন। আর এতে কন্ঠ দিয়েছেন ভারতের অশোক সিং। এদিকে সম্প্রতি মুম্বইয়ে মডেল হওয়া ফারিয়ার ‘এভারলাভ  টিউমেরিক ক্রিম’ এর বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে। এই বিজ্ঞাপনে তাকে ভিন্ন লুকে দেখা গেছে। এটি নির্মাণ করেছেন ভারতের প্রভাকর সুকলা। অন্যদিকে নতুন ছবি ‘ঢাকা ২০৪০’ এর কাজও করছেন নুসরাত ফারিয়া। এ বিষয়ে তিনি বলেন, দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ ছবিতে আমার সহশিল্পী হিসেবে তিশা আপা ও বাপ্পি চৌধুরী কাজ করেছেন। তিশা আপার অভিনয় সবসময়ই ভালো লাগে আমার। আর বাপ্পির সঙ্গে প্রথমবার কাজ হয়েছে। তাই দুজনের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল চমৎকার। ছবিটির বেশকিছু অংশের কাজ এগিয়েছে। ‘ভয়’ এর শুটিং শেষে আবার এ ছবির বাকি কাজের শুটিং শুরু করবো। ফারিয়া আরো বলেন, ছবির গল্পটিই আলাদা। তাই কাজ করতেও ভালো লাগছে। দীপঙ্কর দীপন দাদা টানা নয় মাস ধরে ছবিটি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছেন, পরিকল্পনা করেছেন। পুরো টিমকে এক করতে তিনি সক্ষম হয়েছেন, তারপর শুটিং শুরু করেছেন। আশা করি, এ কারণে ছবিটি প্রত্যাশিত ফলই বয়ে আনবে। এ নিয়ে আমি বেশ আশাবাদী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

একটানা কাজ শেষ করে ঢাকায় ফিরতে চাই

আপডেট টাইম : ০৫:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯

উপস্থাপনা ও মডেলিংয়ের বাইরে এ সময়ে সিনেমার কাজ নিয়েই বেশি ব্যস্ততা নুসরাত ফারিয়ার। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সিনেমা ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। তার অভিনীত ‘আশিকী’, ‘বাদশা’, ‘বস-২’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’ ছবিগুলো দুই বাংলায় মুক্তি পেয়েছে। সবশেষ ফারিয়া অভিনীত ভারতের নির্মাতা বিরসা দাসগুপ্তের ‘বিবাহ অভিযান’ ছবিটি কলকাতার পর বাংলাদেশে মুক্তি পায়। এ ছবিতে তার বিপরীতে কলকাতার দর্শকপ্রিয় নায়ক অঙ্কুশ অভিনয় করেন। এদিকে নতুন একটি সিনেমার শুটিংয়ের কাজে এক মাসের জন্য কলকাতায় গিয়েছেন নুসরাত ফারিয়া। সিনেমাটির নাম ‘ভয়’।

ফারিয়া বলেন, নতুন এ ছবির গল্পটি আলাদা ধরনের। এতে আমার বিপরীতে অঙ্কুশ অভিনয় করবেন। এর আগে তার সঙ্গে ‘বিবাহ অভিযান’ ও ‘আশিকী’ নামের দুটি ছবিতে অভিনয় করেছি। সেগুলোতে কাজ করে ভালো লেগেছে। নতুন সিনেমাটির কাহিনী থ্রিলার ধাঁচের। এ ধরনের সিনেমায় আগে অভিনয় করা হয়নি। আগামী ১০ই সেপ্টেম্বর থেকে এ ছবির শুটিং শুরু হবে। ছবিটির একটানা কাজ শেষ করে ঢাকায়   ফিরতে চাই। এ ছবিতে অঙ্কুশকে দেখা যাবে একজন সাঁতারের প্রশিক্ষক হিসেবে। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনাম অর্জন করবে, এটাই অঙ্কুশের স্বপ্ন। কিন্তু তার জীবনে নেমে আসে এক ধরনের ভয়। তার অসুস্থ বোনের শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। চরিত্রটি নিয়ে তিনি বলেন, এ ধরনের চরিত্রে প্রথমবার কাজ করছি। শিক্ষিকার চরিত্রে অভিনয় আগে করা হয়নি। নাম ‘ভয়’ হলেও ছবিটি কিন্তু ভৌতিক ঘরানার না। ছবিতে অঙ্কুশকে ভয়মুক্ত করতে সাহায্য করি আমি। এ ছবিটি পরিচালনা করবেন রাজা চন্দ। এদিকে অক্টোবরে ঢাকাসহ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়া অভিনীত নতুন ছবি ‘শাহেনশাহ’। এটি পরিচালনা করেছেন শামিম আহমেদ রনী। প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এতে নুসরাত ফারিয়ার  বিপরীতে ঢালিউড কিং শাকিব খান অভিনয় করেছেন। ফারিয়া বলেন, দারুণ কাহিনীর ছবি এটি। শাকিব খান নাম্বার ওয়ান হিরো। তার সঙ্গে ফিল্মে এটাই আমার প্রথম কাজ। এ ছবিতে অভিনয় করে বেশ ভালো লেগেছে আমার। ছবিটিতে দারুণ কিছু গানও রয়েছে। বিশেষ করে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে এ ছবির ‘ও প্রিয়া’ শিরোনামের গানটি সম্প্রতি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। এ গানটি লিখেছেন ও মিউজিক করেছেন লিংকন। আর এতে কন্ঠ দিয়েছেন ভারতের অশোক সিং। এদিকে সম্প্রতি মুম্বইয়ে মডেল হওয়া ফারিয়ার ‘এভারলাভ  টিউমেরিক ক্রিম’ এর বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে। এই বিজ্ঞাপনে তাকে ভিন্ন লুকে দেখা গেছে। এটি নির্মাণ করেছেন ভারতের প্রভাকর সুকলা। অন্যদিকে নতুন ছবি ‘ঢাকা ২০৪০’ এর কাজও করছেন নুসরাত ফারিয়া। এ বিষয়ে তিনি বলেন, দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’ ছবিতে আমার সহশিল্পী হিসেবে তিশা আপা ও বাপ্পি চৌধুরী কাজ করেছেন। তিশা আপার অভিনয় সবসময়ই ভালো লাগে আমার। আর বাপ্পির সঙ্গে প্রথমবার কাজ হয়েছে। তাই দুজনের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল চমৎকার। ছবিটির বেশকিছু অংশের কাজ এগিয়েছে। ‘ভয়’ এর শুটিং শেষে আবার এ ছবির বাকি কাজের শুটিং শুরু করবো। ফারিয়া আরো বলেন, ছবির গল্পটিই আলাদা। তাই কাজ করতেও ভালো লাগছে। দীপঙ্কর দীপন দাদা টানা নয় মাস ধরে ছবিটি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছেন, পরিকল্পনা করেছেন। পুরো টিমকে এক করতে তিনি সক্ষম হয়েছেন, তারপর শুটিং শুরু করেছেন। আশা করি, এ কারণে ছবিটি প্রত্যাশিত ফলই বয়ে আনবে। এ নিয়ে আমি বেশ আশাবাদী।