হাওর বার্তা ডেস্কঃ যশোর জেলার বিস্তৃত মাঠ জুড়ে চাষ হচ্ছে শীতকালীন সবজি হিসেবে পরিচিত বাঁধাকপি। এইসব ক্ষেতের পরিচর্য্যায় ব্যস্ত সময় পার করছে চাষীরা। শীতের সবজির আগাম চাষ করে লাভের আশা করছেন কৃষকরা।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্র জানায়, অসময়ে বাঁধাকপির চাষে কৃষকদের উতসাহিত করতে কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে। তাদেরকে উচ্চ ফলনশীল বীজ ও সার সরবরাহ করা হয়েছে। কীটণাশক প্রয়োগ সম্পর্কে নানা পরামর্শ দেয়া হয়েছে। আগাম বাঁধাকপি চাষে লাভের আশায় কৃষকরা বাঁধাকপি চাষে আগ্রহী হয়ে উঠছে।