হাওর বার্তা ডেস্কঃ সেরা পুলিশ কনস্টেবল হিসেবে পুরস্কার পাওয়ার একদিন পরই ঘুষসহ ধরা খেলেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক পুলিশ। তার নাম ত্রিপতি রেড্ডি।
জানা যায়, তেলেঙ্গানার মাহবুবনগরে শুক্রবার এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের
শুক্রবার স্বাধীনতা দিবসে রাজ্যের সেরা কনস্টেবলের পুরস্কার গ্রহণ করেছিলেন ত্রিপতি। এর পরদিন তাকে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে গ্রেফাতার করা হয়।
কঠোর পরিশ্রম এবং ত্যাগের জন্য সেরা কনস্টেবলের পুরস্কার দেয়া হয়েছিল তাকে। এক আড়ম্বর অনুষ্ঠানে মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন তিনি।
হিন্দুস্তান টাইমস বলছে, একজন বালু ব্যবসায়ীর কাছে ১৭ হাজার রুপি ঘুষ গ্রহণের সময় হাতেনাতেই তাকে ধরে ফেলে দুর্নীতি দমন ব্যুরো।
মাহবুবনগরের আই-টাউন পুলিশ স্টেশনে কর্মরত রেড্ডি ওই বালু ব্যবসায়ীকে তার ট্রাক্টর বাজেয়াপ্তের হুমকি দিলে তিনি কনস্টবেলকে ঘুষ দিতে রাজি হন।