ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, সুষমা স্বরাজ বাংলাদেশের ভালো বন্ধু ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধু হারালো। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদানকে স্মরণ করবে বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) রাতে ৬৭ বছর বয়সে মারা যান সুষমা স্বরাজ। এর আগে গতকাল সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) নিয়ে যাওয়া হয়। ২০১৬ সালে তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। এর পরও তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির বিগত সরকারের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তবে স্বাস্থ্যগত কারণে গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি বিজেপির এই জ্যেষ্ঠ নেতা।

ইন্দিরা গান্ধীর পর তিনিই ভারতের প্রথম নারী যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতের পার্লামেন্টে সাতবার এবং বিধানসভায় তিনবার সদস্য নির্বাচিত হন। মাত্র ২৫ বছর বয়সে তিনি হরিয়ানা রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট টাইম : ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, সুষমা স্বরাজ বাংলাদেশের ভালো বন্ধু ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন ভালো বন্ধু হারালো। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদানকে স্মরণ করবে বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) রাতে ৬৭ বছর বয়সে মারা যান সুষমা স্বরাজ। এর আগে গতকাল সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) নিয়ে যাওয়া হয়। ২০১৬ সালে তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। এর পরও তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির বিগত সরকারের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তবে স্বাস্থ্যগত কারণে গত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি বিজেপির এই জ্যেষ্ঠ নেতা।

ইন্দিরা গান্ধীর পর তিনিই ভারতের প্রথম নারী যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতের পার্লামেন্টে সাতবার এবং বিধানসভায় তিনবার সদস্য নির্বাচিত হন। মাত্র ২৫ বছর বয়সে তিনি হরিয়ানা রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দিল্লির পঞ্চম মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।