হাওর বার্তা ডেস্কঃ খণ্ডকালীন শিক্ষক হিসেবে আজ রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে ক্লাস নেবেন পরিবেশবিদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বিভাগের আমন্ত্রণে সম্মান শেষ বর্ষের ‘ইভোল্যুশন অ্যান্ড আর্থস বায়োস্ফিয়ার’ কোর্সটি পরিচালনা করবেন।
এর আগে তিনি জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও ক্লাস নিয়েছেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, বেলজিয়ামের লিম্বুর্গ বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি অর্জনের আগে কেমিস্ট্রি, হিউম্যান ইকোলজি এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স—এ তিন বিষয়ে মাস্টার্স করেন হাছান মাহমুদ।