ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে বিক্রি হবে ৩৭ মণ ওজনের ‘বিগ বস’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ২১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিগ বস নামের ৩৭ মণ ওজনের একটি গরু এবারের কোরবানির ঈদে বিক্রি হবে। তার দাম ২৫ লক্ষ টাকা চেয়েছেন মালিক। ইতিমধ্যে তাকে ক্রয় করতে বিক্রেতারা ভিড় করছেন। তবে প্রত্যাশিত দাম না হওয়ায় বিক্রি করা হচ্ছে না বিগ বসকে।

সিলেটের বিয়ানীবাজারের মাথিউড়া গ্রামের বাসিন্দা ও সাহেদ ডেইরি ফার্মের সত্ত্বাধিকারী সাহেদ মিয়া হচ্ছেন বিগ বসের মালিক।

তিনি বলেন, আমি তিন বছর ধরে বিগ বসকে লালন পালন করে আসছি। নিজ বাড়িতে আরও কয়েকটি গাভীও আছে। আসন্ন ঈদে ৩৭ মণ ওজনের বিগ বসকে বিক্রি করতে চাই।

নিজে গরুগুলো লালন পালন করেন তিনি। সবকিছু নিজ হাতেই করেন। খাবার দেওয়া, ময়লা পরিষ্কার, গোসল করানো সবই নিজেই করেন। কিন্তু গরুগুলো অনেক বড় হওয়ায় সব কাজ করতে পারেন না। তাই তাকে সহযোগিতা করার জন্য কর্মচারীও রেখেছেন। তাদের চিকিৎসা, তাপমাত্রা ঠিক রাখাসহ সার্বক্ষণিক সতর্ক থাকতে হয়।

পরিমিত খাবার আর যত্ন করে তিনি বিগ বসকে এই পর্যায়ে নিয়ে এসেছেন বলে জানান তিনি।

তিনি বলেন, বিগ বসকে কিনতে ইতিমধ্যে ব্যাপারীরা আসছেন। পর্যাপ্ত মূল্য না পাওয়ায় বিক্রি করছি না বিগ বসকে।যারা বিগ বসকে কিনতে চান তারা ০১৭৪৩-৬৭৬৩১৯ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈদে বিক্রি হবে ৩৭ মণ ওজনের ‘বিগ বস’

আপডেট টাইম : ০৫:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ বিগ বস নামের ৩৭ মণ ওজনের একটি গরু এবারের কোরবানির ঈদে বিক্রি হবে। তার দাম ২৫ লক্ষ টাকা চেয়েছেন মালিক। ইতিমধ্যে তাকে ক্রয় করতে বিক্রেতারা ভিড় করছেন। তবে প্রত্যাশিত দাম না হওয়ায় বিক্রি করা হচ্ছে না বিগ বসকে।

সিলেটের বিয়ানীবাজারের মাথিউড়া গ্রামের বাসিন্দা ও সাহেদ ডেইরি ফার্মের সত্ত্বাধিকারী সাহেদ মিয়া হচ্ছেন বিগ বসের মালিক।

তিনি বলেন, আমি তিন বছর ধরে বিগ বসকে লালন পালন করে আসছি। নিজ বাড়িতে আরও কয়েকটি গাভীও আছে। আসন্ন ঈদে ৩৭ মণ ওজনের বিগ বসকে বিক্রি করতে চাই।

নিজে গরুগুলো লালন পালন করেন তিনি। সবকিছু নিজ হাতেই করেন। খাবার দেওয়া, ময়লা পরিষ্কার, গোসল করানো সবই নিজেই করেন। কিন্তু গরুগুলো অনেক বড় হওয়ায় সব কাজ করতে পারেন না। তাই তাকে সহযোগিতা করার জন্য কর্মচারীও রেখেছেন। তাদের চিকিৎসা, তাপমাত্রা ঠিক রাখাসহ সার্বক্ষণিক সতর্ক থাকতে হয়।

পরিমিত খাবার আর যত্ন করে তিনি বিগ বসকে এই পর্যায়ে নিয়ে এসেছেন বলে জানান তিনি।

তিনি বলেন, বিগ বসকে কিনতে ইতিমধ্যে ব্যাপারীরা আসছেন। পর্যাপ্ত মূল্য না পাওয়ায় বিক্রি করছি না বিগ বসকে।যারা বিগ বসকে কিনতে চান তারা ০১৭৪৩-৬৭৬৩১৯ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান।