হাওর বার্তা ডেস্কঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজ রবিবার মাঠে নেমেছে বাংলাদেশ। কলোম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। আজ টসে জয়লাভ করেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে দুই পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মুস্তাফিজুরের সঙ্গে পেস আক্রমণে দেখা যাবে শফিউল ইসলাকে। দ্বিতীয় ম্যাচে রুবেল হোসেন পড়েছেন। তার জায়গায় দলে জায়গা করে নিয়েছেন তাইজুল ইসলাম।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৯১ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে শ্রীলঙ্কা। ওই ম্যাচ দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার ৩১৪ রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষ ২২৩ রানে।
বাংলাদেশের একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম।