ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দশমবার বিচ্ছেদের মুখে বিশ্বসুন্দরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
  • ৩৮৭ বার

১০ টি প্রেমের সম্পর্ক৷ প্রত্যেকটিতেই ব্যর্থ তিনি৷ আজ্ঞে হ্যাঁ, প্রেমের লিস্টটা বেশ লম্বা প্রাক্তন এই বিশ্বসুন্দরীর৷ ঠিকই ধরেছেন তিনি আর কেউই নন স্বয়ং সুস্মিতা সেন৷ বলিঅন্দরে একটি খবর ভাসছে, তাঁর গত দুবছরের প্রেমিক ঋতিক ভাসিনের সঙ্গে সম্প্রতি বিচ্ছেদ করেছেন নায়িকা৷ মুম্বইয়ের প্রখ্যাত নাইট ক্লাবের মালিকানার পাশাপাশি ঋতিক অরিওন ইন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর ও বটে৷
কী হল হঠাৎ? আপনি জানেন তার সাথে থাকাটা কেমন? কিছুদিন কেটে গেলেই সুস্মিতার মনে হয় একে দিয়ে আর কাজ চলছে না৷
বলিপাড়ার আনাচে কানাচে তাই শোনা যাচ্ছে, আবার সিঙ্গেল সুস্মিতা৷ কিন্তু আবার প্রেমে পড়তে বাধা নেই তাঁর৷ব্যর্থ প্রেম নিয়ে সময় নষ্ট বিশ্ব সুন্দরীর ধাতে সয় না৷
একনজরে দেখে নেওয়া যাক বলি সুন্দরীর প্রেমের লিস্ট:
১. বিক্রম ভাট:
দাসতাক এর শুটিং এই বিক্রমের হৃদয় চুরি করেছিলেন সুস্মিতা৷ যা সমস্যা তৈরি করেছিল বিক্রমের ব্যক্তিগত জীবনে৷ এক সন্তানের পিতা বিক্রম তাঁর স্ত্রী কে ছাড়তে পিছপা হননি বিশ্বসুন্দরীর মনের নাগাল পাওয়ার আশায়৷কিন্তু কয়েকদিনের মধ্যেই ভেঙে গিয়েছে বিক্রম সুস্মিতার সম্পর্ক৷
২.সঞ্জয় নারাঙ্গ:
গুজব শোনা যায় এই হোটেল ব্যবসায়ীর সঙ্গেও সম্পর্ক জুড়েছিলেন নায়িকা৷কিন্তু বিয়ে করার কথা ভাবতেই সম্পর্ক থেকে হাত গুটিয়ে নেন সুস্মিতা৷
৩.সাবির ভাটিয়া:
লাভের তৃতীয় ম্যাচটি শুরু করেন, হটমেল ডট কমের হেড ভাটিয়ার সঙ্গে৷ তিনি ১০.৫ ক্যরেটের একটি ডায়মন্ড রিং ও দিয়েছিলেন সুস্মিতাকে৷ এখনো সুস্মিতা বলেন তাঁরা শুধুই বন্ধু৷
৪. রণদ্বীপ হুডা:
কর্মার শুটিং চলাকালিন বয়সে ছোট হুডার সঙ্গেও সম্পর্কে জড়ান তিনি৷ হৃদয়ভাঙ্গা নায়কের এই ব্যথা কাটিয়ে উঠতে লেগেছিল বেশ কিছুদিন৷
৫. ইমতিয়াজ ক্ষেত্রি:
হুডার পরও একটি ওয়ান ডে ম্যাচ খেলেন সুস্মিতা৷ ব্যবসায়ী ক্ষেত্রির ও হৃদয় ভাঙ্গেন তিনি৷
৬. মানব মেনন:
আশ্চর্যজনক ভাবে এই প্রথম কোন সম্পর্ক নিয়ে সিরিয়াস ছিলেন নায়িকা৷ তাঁর প্রোডাকসন লক্ষ্মী বাঈ চালানোর দায়িত্বও দেন তিনি৷
৭. বুন্টি সাচদেবা:
গ্লোবো স্পোর্টসের ভাইস প্রসিডেন্ট বুন্টি সাচদেবাও তাঁর হৃদয়ে জায়গা দিয়েছিলেন বিশ্বসুন্দরীকে৷ বিশ্বসুন্দরী ছাড়াও তাঁর মনে স্থান পেয়েছিল দিয়া মির্জা ও নেহা ধুপিয়া৷
৮. মুদ্দাসার আজিজ:
শোনা যায় মেয়ের বন্ধু আজিজের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন বিশ্বসুন্দরী৷
৯. ওয়াসিম আক্রম:
এক খিলাড়ি এক হাসিনার সেটে প্রেমে হাওয়া বইলেও বেশি এগোয়নি ওয়াসিম-সুস্মিতা সম্পর্ক৷
১০. ঋতিক ভাসিনের:
শেষমেষ ১৮ মাসের সম্পর্কে ইতি টেনে এখন আলাদা ঋতিক ও সুস্মিতা৷ সূত্র: কলকাতা২৪

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

দশমবার বিচ্ছেদের মুখে বিশ্বসুন্দরী

আপডেট টাইম : ০৯:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫

১০ টি প্রেমের সম্পর্ক৷ প্রত্যেকটিতেই ব্যর্থ তিনি৷ আজ্ঞে হ্যাঁ, প্রেমের লিস্টটা বেশ লম্বা প্রাক্তন এই বিশ্বসুন্দরীর৷ ঠিকই ধরেছেন তিনি আর কেউই নন স্বয়ং সুস্মিতা সেন৷ বলিঅন্দরে একটি খবর ভাসছে, তাঁর গত দুবছরের প্রেমিক ঋতিক ভাসিনের সঙ্গে সম্প্রতি বিচ্ছেদ করেছেন নায়িকা৷ মুম্বইয়ের প্রখ্যাত নাইট ক্লাবের মালিকানার পাশাপাশি ঋতিক অরিওন ইন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টর ও বটে৷
কী হল হঠাৎ? আপনি জানেন তার সাথে থাকাটা কেমন? কিছুদিন কেটে গেলেই সুস্মিতার মনে হয় একে দিয়ে আর কাজ চলছে না৷
বলিপাড়ার আনাচে কানাচে তাই শোনা যাচ্ছে, আবার সিঙ্গেল সুস্মিতা৷ কিন্তু আবার প্রেমে পড়তে বাধা নেই তাঁর৷ব্যর্থ প্রেম নিয়ে সময় নষ্ট বিশ্ব সুন্দরীর ধাতে সয় না৷
একনজরে দেখে নেওয়া যাক বলি সুন্দরীর প্রেমের লিস্ট:
১. বিক্রম ভাট:
দাসতাক এর শুটিং এই বিক্রমের হৃদয় চুরি করেছিলেন সুস্মিতা৷ যা সমস্যা তৈরি করেছিল বিক্রমের ব্যক্তিগত জীবনে৷ এক সন্তানের পিতা বিক্রম তাঁর স্ত্রী কে ছাড়তে পিছপা হননি বিশ্বসুন্দরীর মনের নাগাল পাওয়ার আশায়৷কিন্তু কয়েকদিনের মধ্যেই ভেঙে গিয়েছে বিক্রম সুস্মিতার সম্পর্ক৷
২.সঞ্জয় নারাঙ্গ:
গুজব শোনা যায় এই হোটেল ব্যবসায়ীর সঙ্গেও সম্পর্ক জুড়েছিলেন নায়িকা৷কিন্তু বিয়ে করার কথা ভাবতেই সম্পর্ক থেকে হাত গুটিয়ে নেন সুস্মিতা৷
৩.সাবির ভাটিয়া:
লাভের তৃতীয় ম্যাচটি শুরু করেন, হটমেল ডট কমের হেড ভাটিয়ার সঙ্গে৷ তিনি ১০.৫ ক্যরেটের একটি ডায়মন্ড রিং ও দিয়েছিলেন সুস্মিতাকে৷ এখনো সুস্মিতা বলেন তাঁরা শুধুই বন্ধু৷
৪. রণদ্বীপ হুডা:
কর্মার শুটিং চলাকালিন বয়সে ছোট হুডার সঙ্গেও সম্পর্কে জড়ান তিনি৷ হৃদয়ভাঙ্গা নায়কের এই ব্যথা কাটিয়ে উঠতে লেগেছিল বেশ কিছুদিন৷
৫. ইমতিয়াজ ক্ষেত্রি:
হুডার পরও একটি ওয়ান ডে ম্যাচ খেলেন সুস্মিতা৷ ব্যবসায়ী ক্ষেত্রির ও হৃদয় ভাঙ্গেন তিনি৷
৬. মানব মেনন:
আশ্চর্যজনক ভাবে এই প্রথম কোন সম্পর্ক নিয়ে সিরিয়াস ছিলেন নায়িকা৷ তাঁর প্রোডাকসন লক্ষ্মী বাঈ চালানোর দায়িত্বও দেন তিনি৷
৭. বুন্টি সাচদেবা:
গ্লোবো স্পোর্টসের ভাইস প্রসিডেন্ট বুন্টি সাচদেবাও তাঁর হৃদয়ে জায়গা দিয়েছিলেন বিশ্বসুন্দরীকে৷ বিশ্বসুন্দরী ছাড়াও তাঁর মনে স্থান পেয়েছিল দিয়া মির্জা ও নেহা ধুপিয়া৷
৮. মুদ্দাসার আজিজ:
শোনা যায় মেয়ের বন্ধু আজিজের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন বিশ্বসুন্দরী৷
৯. ওয়াসিম আক্রম:
এক খিলাড়ি এক হাসিনার সেটে প্রেমে হাওয়া বইলেও বেশি এগোয়নি ওয়াসিম-সুস্মিতা সম্পর্ক৷
১০. ঋতিক ভাসিনের:
শেষমেষ ১৮ মাসের সম্পর্কে ইতি টেনে এখন আলাদা ঋতিক ও সুস্মিতা৷ সূত্র: কলকাতা২৪