এমন দৃশ্য অনেক মসজিদেই দেখা যায়। মূলত মসজিদে যারা পরে কিংবা দেরি করে আসে তাদের সুন্নাত নামাজ পড়তেও দেরি হয়ে যায়। ফলে অনেক সময় জামায়াত শুরু হয়ে যায়। এমন দৃশ্য সবচেয়ে বেশি দেখা যায় ফজরের ছালাতের সময়। কিন্তু আপনি কি জানেন, সুন্নাত নামাজ অবস্থায় মসজিদে যদি জামায়াত শুরু হয়ে যায় তখন আপনাকে কি করতে হবে? ইক্বামত হওয়ার পর এবং রীতি মত জামা‘আত চলছে এমতাবস্থায় বহু মসজিদে ফজর ছালাতের সুন্নাত আদায় করতে দেখা যায়। কিন্তু মূলকথা হলো যখন ফরয ছালাতের ইক্বামত হয়ে যায়, তখন সুন্নাত পড়া যাবে না। عَنْ أَبِىْ هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ قَالَ إِذَا أُقِيْمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوْبَةُ. আবু হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিত, নবী (ছাঃ) বলেন, ‘যখন ছালাতের ইক্বামত দেওয়া হবে তখন ফরয ছালাত ব্যতীত আর কোন ছালাত নেই’। [সহিহ মুসলিম:১৫১৭,১৫১৯,১৫২২,১৫২৩,১৫২৪(ইফা)] উল্লেখ্য যে, ‘ফজর ছালাতের পর সূর্য উঠা পর্যন্ত কোন ধরণের ছালাত নেই’ এই ব্যাপক ভিত্তিক হাদীছের আলোকে বলা হয়, ফজর ছালাতের সুন্নাত আগে পড়তে না পারলে, সূর্য উঠার পর পড়তে হবে। সেকারণ উক্ত আমল সমাজে চালু আছে। অথচ উক্ত হাদীছের উদ্দেশ্য অন্য যেকোন ছালাত। কারণ ফজরের পূর্বে সুন্নাত পড়তে না পারলে ছালাতের পরপরই পড়ে নেয়া যায়। উক্ত মর্মে স্পষ্ট ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। عَنْ قَيْسِ بْنِ عَمْرٍو قَالَ رَأَى رَسُوْلُ اللهِ رَجُلاً يُصَلِّى بَعْدَ صَلاَةِ الصُّبْحِ رَكْعَتَيْنِ فَقَالَ رَسُوْلُ اللهِ صَلاَةُ الصُّبْحِ رَكْعَتَانِ فَقَالَ الرَّجُلُ إِنِّىْ لَمْ أَ ক্বায়েস ইবনু ‘আমর (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) একদা ফজরের ছালাতের পর এক ব্যক্তিকে দুই রাক‘আত ছালাত আদায় করতে দেখলেন। তখন তিনি বললেন, ফজরের ছালাত দুই রাক‘আত। তখন ঐ ব্যক্তি বলল, আমি ফজরের পূর্বের দুই রাক‘আত সুন্নত আদায় করিনি। তাই এখন সেই দুই রাক‘আত আদায় করলাম। অতঃপর রাসূল (সা.) চুপ থাকলেন। [আবু দাউদ:১২৬৭(ইফা),তিরমিযি,ইবনে মাজাহ] অতএব প্রচলিত অভ্যাস পরিত্যাগ করে সুন্নাতকে প্রাধান্য দিতে হবে। উল্লেখ্য যে, বহু মসজিদে লেখা থাকে লাল বাতি জ্বললে সুন্নাত পড়বেন না। উক্ত লেখা সুন্নাত বিরোধী হলেও সব ছালাতের ক্ষেত্রে অনুসরণ করা হয়, কিন্তু ফজরের সুন্নাতের ব্যাপারে তা অনুসরণ করা হয় না। কারণ এটা সুন্নাত।
সংবাদ শিরোনাম
জানেন কি, সুন্নত পড়া অবস্থায় জামায়াত শুরু হয়ে গেলে কি করতে হবে
- Reporter Name
- আপডেট টাইম : ০৮:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫
- ২৮৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ