হাওর বার্তা ডেস্কঃ ম্যাচের তখন পঞ্চম ওভার। চতুর্থ বলটি একটু খাটো লেংথে করেছিলেন মোস্তাফিজুর রহমান। আয়েশ করে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন রোহিত শর্মা। মিডউইকেট ফিল্ডিং করছিলেন তামিম ইকবাল। বল বাতাসে ভেসে সেদিকে যাওয়ায় দিব্য দৃষ্টিতে অনেকেই রোহিতের ড্রেসিং রুমে ফেরা দেখতে পেয়েছিলেন।
ভুল রোহিতের সহজ ক্যাচটি তামিম দু হাত দিয়ে ধরার চেষ্টা করেও ফেলে দিলেন! ‘জীবন’ উপহার পাওয়ার পরের ওভারেই ছক্কা মেরে রোহিত বুঝিয়ে দিয়েছেন, ক্যাচ ছাড়ার অনেক বড় খেসারতই সম্ভবত দিতে হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৩০।
রোহিত শর্মার সঙ্গে ব্যাট করছিলেন লোকেশ রাহুল। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রথম ওভারে ১০ রান দেওয়ার পর আর বোলিংয়ে আসেননি। প্রথম ওভারেই তাঁকে ছক্কা মেরেছেন রোহিত। এরপর দু প্রান্ত থেকে বল করছেন মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।