হাওর বার্তা ডেস্কঃ বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে পালিত হয়েছে নানা কর্মসূচি। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার অঙ্গিকার করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সকালে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই ঐতিহাসিক দিনে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করাই আমাদের আজকের অঙ্গীকার। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ আজ আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং বাঙালি জাতি সমগ্র বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় দুই দিনব্যাপি কর্মসূচি শুরু হয় সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু ভবন এলাকা ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কার্যালয় ও সারাদেশের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় টুঙ্গীপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকায় সজ্জিত করা হয়েছে। দলীয় কার্যালয়ে করা হয়েছে আলোকসজ্জা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আলোচনা সভায় বরেণ্য ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।