হাওর বার্তা ডেস্কঃ শুরুতে উইকেট হারানোর ধাক্কাটা ভালোভাবেই সামলে নিয়েছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দুজনে মিলে ৫৯ রানের জুটি গড়ে বড় সংগ্রহের আভাস দিচ্ছিলেন। দলীয় ৮২ রানের মাথায় তামিম ইকবালকে হারিয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত ৩৩ রানে মোহাম্মদ নবীর বলে বোল্ড আউট হয়েছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯৫/২।
এর আগে আজ সোমবার ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজ বোল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদন নায়েব। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা ১০ মিনিট বিলম্ব হয়।
প্রথমে ব্যাট করতে নেমে ২৪ রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয়। মুজিব উর রহমানের বলে হাসমতউল্লাহ শাহিদির হাতে ক্যাচ দেন ব্যাটসম্যান লিটন দাস। এরপর তামিম ইকবালের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। দুজনে মিলে খেলেন ৫৯ রানের একটি জুটি।
চলতি বিশ্বকাপে এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট। আর আফগানিস্তানের নামের পাশে এখনো কোনো পয়েন্ট যোগ হয়নি। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।