স্বস্তি নেই ভারতীয় শিবিরে

হাওর বার্তা ডেস্কঃ আজ বিশ্বকাপের ২৮ তম ম্যাচ। মুখোমুখি ভারত-আফগানিস্তান। এবারের বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ব্যাট করছে ভারত। শুরুতেই ফেরেন ভারতীয় দুই ওপেনার। রোহিত শর্মা ১ ও ৩০ রানে লোকেশ রাহুলের বিদায়ের পর বিজয় শঙ্করও ফেরেন সাজঘরে। তিনি করেন ২৯ রানে। অধিনায়ক বিরাট কোহলি এক প্রাপ্ত আগলে খেললেও ৩ উইকেট হারিয়ে স্বস্তিতে নেই ভারতীরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩০ ওভারে ১৩৪ রান।

কোহলি ব্যাট করছেন ৬৫ রানে ও মহেন্দ্র সিং ধোনি অপরজাতি আছেন ৪ রানে।

সাউদাম্পটনে আজকের খেলায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এখন পর্যন্ত আসরের কোন ম্যাচে জয়ের দেখা পায়নি আফগানিস্তান। অন্যদিকে চলতি বিশ্বকাপে সবগুলো ম্যাচ জিতে সেমির পথে বিরাট কোহলির দল।

ভারত একাদশ- রোহিত শর্মা, লোকশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদ্বিপ যাদব, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

আফগানিস্তান একাদশ- ইকরাম আলী খান (উইকটেরক্ষক) হজরতুল্লাহ জাজাই, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদী, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব (অধি.), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, দৌলত জাদরান, মুজিব-উর রহমান, আফতাব আহমেদ।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর