হাওর বার্তা ডেস্কঃ আগামী ২৭শে জুন কলকাতার চলচ্চিত্র অভিনেত্রী রুক্ষিনীর জন্মদিন। তার আগে নিজের জন্মদিনের এই মাসটা একটু অন্যভাবে পালন করতে মালদ্বীপে দেবের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। ছুটি কাটানোর পাশাপাশি আগামী ছবি ‘পাসওয়ার্ড’-এর রেইকিও সেরে ফেলছেন দেব। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপে ছুটি কাটানোর কিছু মুহূর্ত শেয়ার করেছেন রুক্ষিনী।
মলদ্বীপে গিয়ে তিনি যে স্কুবা ড্রাইভিংও করেছেন তা তার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশন থেকেই বোঝা যাচ্ছে। একটি ছবির ক্যাপশানে রুক্ষিনী লিখেছেন ‘SCUBA-DOOBY-DO!’ টলিপাড়ায় দেব-রুক্ষিনীর প্রেম এখন ওপেন সিক্রেট। যদিও দেব বা রুক্ষিনী, দুজনের কেউই একে অপরের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।