হাওর বার্তা ডেস্কঃ দেশের সব ফার্মেসী থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ একমাসের মধ্যে সরিয়ে ফেলে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ জুন) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সোমবার দায়ের করা ওই রিটে ঢাকার ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হয় উল্লেখ করে তা বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছিল। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ১০ জুন রাজধানীর ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে বলে সাংবাদিকদের জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। সেই খবরের পরেই হাইকোর্টের এমন নির্দেশনা।
মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার সেদিন আরো জানান, নিয়মিত বাজার তদারকিতে গত ৬ মাসের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, রাজধানীর প্রায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে।
এদিকে, বাজারে আম, জাম, লিচুসহ বিভিন্ন দেশীয় ফলে মেশানো ক্ষতিক্ষর রাসায়নিকের বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে বিএসটিআই। তবে প্রতিবেদন অসম্পূর্ণ থাকায় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী রবিবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।