কিশোরগঞ্জের কুতুব শাহ মসজিদের ইতিকথা

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার প্রাণকেন্দ্রে কুতুব মসজিদ বা কুতুব শাহ মসজিদ অবস্থিত। মসজিদের কোন শিলালিপি বর্তমান না থাকায় এর নির্মানশৈলী দেখে ১৬শ শতকের সুলতানী আমলের নিদর্শন হিসাবে এটিকে মানা হয় তাই কুতুব শাহ মসজিদের রয়েছে ঐতিহাসিক গুরুত্ব।

মসজিদের পাশেই একটি কবর রয়েছে আর এই কবরটি কুতুব শাহের কবর বলে প্রচলিত।কুতুব শাহ মসজিদের চারকোনায় চারটি অষ্টভূজাকৃতির বুরুজ রয়েছে আর প্রত্যেক বুরুজের উপর মিনার রয়েছে। এছাড়া মসজিদটিতে সর্বমোট ৫ টি গম্বুজ রয়েছে। পশ্চিম দিক বাদে মসজিদের তিন পাশ থেকেই মসজিদে প্রবেশের পথ রয়েছে। এ মসজিদের কার্নিশ বক্রাকার, মসজিদের দেয়ালে রয়েছে বিভিন্ন করুকাজ।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সুলতানী আমলের সবচেয়ে প্রাচীন স্থাপনা হিসাবে এর সুখ্যাতি রয়েছে। ১৯০৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুতুব শাহ মসজিদটিকে সংরক্ষিত স্থাপনা হিসেবে নথিভুক্ত করে। কুতুব মসজিদ দেখার সাথে সাথে অষ্টগ্রামের নান্দনিক হাওর ভ্রমণ হতে পারে ভ্রমনপিপাসুদের তৃপ্তির খোরাক।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর