ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তরুণী ভক্তদের সঙ্গে সেলফি তোলায় সৌদি অভিনেতা আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫
  • ২২৬ বার

শপিং মলে নারী ভক্তদের মঙ্গে সেলফি তোলায় সৌদি আরবের জনপ্রিয় অভিনেতা ও টিভি উপস্থাপক আব্দুল আজিজ আল- কাসারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সন্ধ্যায় নাখিল শপিং মলে গেলে তরুণ নারী ভক্তদের মধ্যে বিপুল উদ্দীপনা দেখা যায়। জনপ্রিয় ওই তারকার সঙ্গে ছবি ও সেলফি তোলার জন্য অভিনেতা কাসারকে ঘিরে ফেলে তরুণীরা। তখন সাদা পোশাক পরা সৌদির ধর্মীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সবার মধ্য থেকে তার টিশার্টের কলার চেপে ধরে টেনে বের করে আনে। কাসারের ফোন বাজেয়াপ্ত করে একটি রুমে আটকে রাখা হয়। জনগণের মধ্যে বিশৃঙ্খলা তৈরি, নারীদের সঙ্গে মেলামেশা করা ও সামাজিক গণমাধ্যমের অপব্যবহারের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনার তদন্ত চলায় তাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। সৌদি গণমাধ্যম থেকে জানা যায়, ওই শপিং মলে যাওয়ার কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে কাসার তার ভক্তদের কাছে জানতে চেয়েছিলেন, ভিজিট করার জন্য কোন শপিং মলটি সব থেকে ভালো। গালফ নিউজ জানায়, কাসার সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের উদ্দেশে কেনাকাটার জন্য সেরা শপিং মল নির্বাচন করতে বলেন। এজন্য গত শুক্রবার রিয়াদে অবস্থিত আল নাখাল শপিং মলের প্রচার উপলক্ষে মলটি পরিদর্শনে যান তিনি। এরপর এক টিভি ইন্টারভিউতে তিনি গালফ রোটানা নেটওয়ার্ককে বলেন, তিনি ভক্তদের এমন দুর্বার উচ্ছ্বাস কল্পনা করেননি। শপিং মলের পোস্ট করা ইউটিউব ও টুইটার ভিডিওতে দেখা যায়, কাসারকে ঘিরে ভিড় করেছেন নারী ভক্তরা। তারা ছবি তোলার জন্য হুড়মুড় শুরু করলে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি তাকে সেখান থেকে প্রায় টেনে বের করে নিয়ে যাচ্ছেন। টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে কাসার বলেন, তিনি বুঝতে পারেননি যে, ভক্তদের কাছ থেকে এতোটা সংবর্ধনা পাবেন। আমি বুঝতে পারিনি এতো সংখ্যক ভক্ত আমার জন্য অপেক্ষা করছিল। তবে বিপুল সংখ্যক তরুণী ভক্তদের উপস্থিতির কারণে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, আমি বুঝতে পেরেছিলাম যে, আমাকে যিনি টেনে বের করেছেন তিনি কমিশনের সদস্য হবেন। কমিশনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাকে বাধা দেইনি। কুয়েত ও সৌদি আরবে অনেক জনপ্রিয় অভিনতার দাবি, শপিং মলে থাকা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের আগে থেকেই ভক্তদের বিষয়ে সতর্ক করে দেয়া উচিত ছিল। কিন্তু তারা তা করেনি এবং নারীদের থেকে দূরে থাকার নির্দেশও দেয়নি বলে অভিযোগ করেন কাসার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

তরুণী ভক্তদের সঙ্গে সেলফি তোলায় সৌদি অভিনেতা আটক

আপডেট টাইম : ০৬:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০১৫

শপিং মলে নারী ভক্তদের মঙ্গে সেলফি তোলায় সৌদি আরবের জনপ্রিয় অভিনেতা ও টিভি উপস্থাপক আব্দুল আজিজ আল- কাসারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সন্ধ্যায় নাখিল শপিং মলে গেলে তরুণ নারী ভক্তদের মধ্যে বিপুল উদ্দীপনা দেখা যায়। জনপ্রিয় ওই তারকার সঙ্গে ছবি ও সেলফি তোলার জন্য অভিনেতা কাসারকে ঘিরে ফেলে তরুণীরা। তখন সাদা পোশাক পরা সৌদির ধর্মীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সবার মধ্য থেকে তার টিশার্টের কলার চেপে ধরে টেনে বের করে আনে। কাসারের ফোন বাজেয়াপ্ত করে একটি রুমে আটকে রাখা হয়। জনগণের মধ্যে বিশৃঙ্খলা তৈরি, নারীদের সঙ্গে মেলামেশা করা ও সামাজিক গণমাধ্যমের অপব্যবহারের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনার তদন্ত চলায় তাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে। সৌদি গণমাধ্যম থেকে জানা যায়, ওই শপিং মলে যাওয়ার কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে কাসার তার ভক্তদের কাছে জানতে চেয়েছিলেন, ভিজিট করার জন্য কোন শপিং মলটি সব থেকে ভালো। গালফ নিউজ জানায়, কাসার সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের উদ্দেশে কেনাকাটার জন্য সেরা শপিং মল নির্বাচন করতে বলেন। এজন্য গত শুক্রবার রিয়াদে অবস্থিত আল নাখাল শপিং মলের প্রচার উপলক্ষে মলটি পরিদর্শনে যান তিনি। এরপর এক টিভি ইন্টারভিউতে তিনি গালফ রোটানা নেটওয়ার্ককে বলেন, তিনি ভক্তদের এমন দুর্বার উচ্ছ্বাস কল্পনা করেননি। শপিং মলের পোস্ট করা ইউটিউব ও টুইটার ভিডিওতে দেখা যায়, কাসারকে ঘিরে ভিড় করেছেন নারী ভক্তরা। তারা ছবি তোলার জন্য হুড়মুড় শুরু করলে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি তাকে সেখান থেকে প্রায় টেনে বের করে নিয়ে যাচ্ছেন। টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে কাসার বলেন, তিনি বুঝতে পারেননি যে, ভক্তদের কাছ থেকে এতোটা সংবর্ধনা পাবেন। আমি বুঝতে পারিনি এতো সংখ্যক ভক্ত আমার জন্য অপেক্ষা করছিল। তবে বিপুল সংখ্যক তরুণী ভক্তদের উপস্থিতির কারণে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, আমি বুঝতে পেরেছিলাম যে, আমাকে যিনি টেনে বের করেছেন তিনি কমিশনের সদস্য হবেন। কমিশনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাকে বাধা দেইনি। কুয়েত ও সৌদি আরবে অনেক জনপ্রিয় অভিনতার দাবি, শপিং মলে থাকা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের আগে থেকেই ভক্তদের বিষয়ে সতর্ক করে দেয়া উচিত ছিল। কিন্তু তারা তা করেনি এবং নারীদের থেকে দূরে থাকার নির্দেশও দেয়নি বলে অভিযোগ করেন কাসার।