হাওর বার্তা ডেস্কঃ ভারতের বিপুল বিজয়ের পর দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথের দিন ভারতকে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। মস্কোর কাছ থেকে দিল্লির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ কেনায় এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন ট্রাম্প। এ ব্যাপারে ট্রাম্পের এক কর্মকর্তা বলেছেন, ভারেতর এ পদক্ষেপ ভারত-মার্কিন সম্পর্কে গুরুতর প্রভাব পড়বে।
রাশিয়ার কাছে দিল্লির এস-৪০০ কেনার সিদ্ধান্ত অর্থপূর্ণ এবং এটা আমরা মানতে পারছি না বলেও মন্তব্য তার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময় গত বছরের ৫ অক্টোবর ৫০০ কোটি ডলার দিয়ে ওই প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে চুক্তি হয়। চলতি বছরের জানুয়ারিতে বিবৃতি দিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এস-৪০০ হস্তান্তর শুরু হবে ২০২০-এ। ২০২৩ সালের মধ্যে তা শেষ হবে।
বিশেষজ্ঞদের মত, মস্কোর কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে ভারতের। যে কারণে ইরান থেকে তেল ও রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম কেনা– দুই ক্ষেত্রেই ভারত বাগড়া দিচ্ছে যুক্তরাষ্ট্রকে।