কিশোরগঞ্জে সরকারি ও বেসরকারি হজ যাত্রীদের হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে সরকারি ও বেসরকারি হজ যাত্রীদের হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ মে) জেলা প্রশাসনের আয়োজেন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।

আলোচক ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহদী হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান, হাবের প্রতিনিধি মাও. জহিরুল ইসলাম, মাও. ওবায়েদুর রহমান, জামিয়ার মুহাদ্দিস মাও. শোয়াইব বিন রউফ, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাও. এনামুল হক প্রমুখ।

ইসলামিক ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ জানান দুটি পর্বে অনুষ্ঠিত হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ৬ শতাধিক সরকারী বেসরকারী হজ যাত্রী অংশ নেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর