বিশ্বকাপের আগে রাজা ফিরলেন সিংহাসনে

হাওর বার্তা ডেস্কঃ শ্বকাপের ঠিক আগ মুহূর্তে আইসিসির নতুন প্রকাশিত অলরাউন্ডার র‍্যাংকিংয়ে হারানো শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। সবচেয়ে বেশি সময় দাপট দেখিয়ে এই সংস্করণে শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব। বাংলাদেশের সহ-অধিনায়ক বিশ্বকাপে নামবেন শীর্ষ অলরাউন্ডারের মুকুট মাথায় নিয়ে।

রশিদ খানকে সরিয়ে ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে আবারো এক নম্বরে চলে এসেছেন সাকিব। ত্রিদেশীয় সিরিজে ৩ ম্যাচ খেলে দুটিতে অপরাজিত ফিফটি করা সাকিব দুটি উইকেটও নিয়েছিলেন।

সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে সাকিবের রেটিং ৩৫৯। দ্বিতীয় স্থানে থাকা আফগান তারকা রশিদ খানের রেটিং ৩৩৯ পয়েন্ট।

তালিকার সেরা পাঁচে সাকিব-রশিদ সহ আরো আছেন মোহাম্মদ নবী, ইমাদ ওয়াসিম এবং মিচেল স্যান্টনার।

এদিকে, র‌্যাংকিংয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। স্পিনিং এই অলরাউন্ডার আছেন ২৬ নম্বরে।

টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দুইয়ে আছেন সাকিব। তার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। আর টি-টোয়েন্টিতে সাকিবের ওপরে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর