হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ববি। এবার তিনি ‘উলফাত’ নামের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করবেন সাকিব সনেট। আর ছবিটির কাহিনী লিখছেন ফেরারী ফরহাদ। চলতি বছরের নভেম্বরে এ ছবির কাজ শুরু হবে।
নতুন চলচ্চিত্র প্রসঙ্গে ববি বলেন, ‘বর্তমানে ‘নোলক’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত আছি। এবার ঈদে শাকিব খানের বিপরীতে এ ছবিতে আমাকে দর্শকরা দেখতে পাবেন। এ ছবির পর ‘উলফাত’ এর কাজ শুরু করব।’
নির্মাতা ও প্রযোজক সাকিব সনেট বলেন, ‘নতুন এ ছবির নামটি আরবি ও ফার্সি শব্দ থেকে নেয়া হয়েছে। এর অর্থ প্রেম-ভালোবাসা। ছবিতে ববি কাজ করবেন বলে চূড়ান্ত হয়েছে। বাকি অভিনয়শিল্পীদের নাম ঈদের পর জানানো হবে। ছবিটি প্রযোজনা করবে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।’