হাওর বার্তা ডেস্কঃ মাহে রমজান উপলক্ষে এস এস মিউজিক ক্লাব থেকে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী কাজী শুভর ইসলামিক গান ‘বইছে পবিত্রতা’। ‘এসেছে রহমতেরই মাস, রোজা রাখো হে মুমিন/এসেছে মাগফিরাতেরই মাস, রোজা রাখো হে মুমিন/এসেছে এসেছে নাজাতেরই মাস, রোজা রাখো হে মুমিন’ এমন কথার গানটি লিখেছেন ফাজবীর তাজ। সুর করেছেন কাজী শুভ ও কে এম মনির। গানটির সঙ্গীতায়োজন রাফি।
ভিডিওতে চলচ্চিত্র অভিনেত্রী বিপাশা কবিরকে দেখা গেছে। তার সঙ্গে ছিলেন রাসেল। এছাড়া রয়েছে গায়ক কাজী শুভর উপস্থিতি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ।
গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘রমজান মাসের জন্য আমরা একটি বছর অপেক্ষা করি। এই মাসের ভেতর আল্লাহ অশেষ রহমত রেখেছেন। তা এই গানে তুলে ধরা হয়েছে।’
গানটিতে মডেল হওয়া প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘ইসলামিক একটি গানটিতে কাজ করে মনে প্রশান্তি পেলাম। গানের কথাগুলো অসাধারণ। আশা করি গানটি সবার ভালো লাগবে।’