রমজানের পরেই তাদের মৃত্যুদণ্ড…

হাওর বার্তা ডেস্কঃ মৃত্যুদণ্ড প্রাপ্তির অপেক্ষায় আছেন আলোচিত তিন ব্যক্তি। রমজান শেষ হলেই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবে সৌদি আরব সরকার। ওই তিন ব্যক্তি হচ্ছেন-শেখ সালমান আল ওদাহ, আওয়াদ আল-কার্নি ও আলী আল-ওমারী। এদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

তিনজনের মধ্যে সবচেয়ে বেশি পরিচিত শরিয়া এবং সমকামিতা বিষয়ক মতাদর্শী শেখ সালমান আল ওদাহ। বিতর্কিত নানা সামাজিক ইস্যু নিয়ে মন্তব্য করে সৌদি সরকারের রোষানলে পড়েছেন তিনি। ২০১৭ সালে তাকে গ্রেফতার করা হয়।

বাকি দু’জন হলেন সুন্নি প্রচারক আওয়াদ আল-কার্নি এবং জনপ্রিয় ব্রডকাস্টার আলী আল-ওমারী। এরাও ২০১৭ সালে গ্রেফতার হন। নেট দুনিয়ায় এদের ব্যাপক অনুসারী রয়েছে। সৌদির গণমাধ্যমের খবর-বিতর্কিত এই তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করতে কর্মকর্তারা একদম দেরি করতে চাচ্ছেন না।

অপরদিকে ধর্মীয় লেখকদের গ্রেফতার করায় জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা উদ্বেগ জানিয়েছে। কিন্তু সৌদি কারো আপত্তি গ্রাহ্য না করছে না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর