হাওর বার্তা ডেস্কঃ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (বিপিএম, পিপিএম) অতিরিক্ত আইজিপি হিসাবে পদোন্নতি পেয়েছেন। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের বনেদী মুসলিম পরিবারের সন্তান।
গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে ওই পদোন্নতির কথা জানানো হয়েছে।
স্বাধীনতা পরবর্তী সময়ে সুনামগঞ্জ জেলার শিল্পনগরী ছাতক পৌর শহরের কালিবাড়ি আবাসিক এলাকার কৃতিসন্তান প্রয়াত ফণি ভূষণ চৌধুরী বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে অবসর গ্রহণ করেছিলেন।