ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এক নেত্রীই যথেষ্ট : নাজমুল হুদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫
  • ১৯৯ বার

বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, বিএনএর সাত দফা বাস্তবায়নে এক নেত্রীই যথেষ্ট। এখন আর দ্বিতীয় নেত্রীর প্রয়োজন নেই। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্রের ম্যাগনা কার্টা জাতীয় জোট বিএনএর ঐতিহাসিক সাত দফার দেশব্যাপী প্রচার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় জোট। নাজমুল হুদা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন বিএনএর সাত দফা বাস্তাবায়ন সহজ হবে। কারণ আগে দুই নেত্রীকেই প্রয়োজন ছিল। কিন্তু এখন এক নেত্রীই যথেষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি যা চান শুধুমাত্র আপনিই পারবেন তা বাস্তবায়ন করতে। এখন আর দ্বিতীয় নেত্রীর প্রয়োজন নেই। কারণ বাংলাদেশের সর্বশক্তির আঁধার আপনিই। আপনিই পারবেন জাতীয় জোটের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে সত্যিকার অর্থে জবাবদিহিমূলক জনগণের সরকারব্যবস্থা চালু রাখতে। নাজমুল হুদা বলেন, আমি দৃঢভাবে বিশ্বাস করি, আপনি গণতন্ত্রের মানস কন্যা। একইসঙ্গে আমি বিশ্বাস করতে চাই, বঙ্গবন্ধুর কন্যা হয়ে আপনি দেশে স্বৈরশাসন চান না, গণতন্ত্রকে সুসংহত করতে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন চান। তিনি বলেন, আপনি দেশে আইনের শাসন নিশ্চিত করতে চান, বিচারব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ রাখতে চান এবং নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ জনপ্রশাসনকে নিরপেক্ষ দেখতে চান। নির্বানের রায়ে মাধ্যমেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে বলে মন্তব্য করেন তিনি। নাজমুল হুদা বলেন, এ দাবি আজ শুধু মাত্র সময়ের দাবিই নয়, এটি একটি সার্বজনীন দাবি। এ দাবির সমর্থনে যুগ যুগ ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা৷ এ সময় তিনি ‘গণতন্ত্রের ম্যাগনা কার্টা জাতীয় জোট বিএনএ’র ঐতিহাসিক সাত দফার দেশব্যাপী প্রচার কার্যক্রম’ ঘোষণা করেন। এর আগে এ বছরের ১৫ ফেব্রুয়ারি গণতন্ত্রের ম্যাগনা কার্টা জাতীয় জোট বিএনএ’র ঐতিহাসিক সাত দফা ঘোষণা করেছিলেন নাজমুল হুদা। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমের ওই সাত দফা দাবি জনসম্মুখে তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, বিএনএ’র মহাসচিব সেকেন্দার আলী, মুখপাত্র শেখ শহীদুজ্জামান, জাগো বাঙ্গালির চেয়ারম্যান মেজর (অব.) ডা. হাবিবুর রহমানসহ প্রমুখ৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক নেত্রীই যথেষ্ট : নাজমুল হুদা

আপডেট টাইম : ০৯:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০১৫

বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, বিএনএর সাত দফা বাস্তবায়নে এক নেত্রীই যথেষ্ট। এখন আর দ্বিতীয় নেত্রীর প্রয়োজন নেই। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্রের ম্যাগনা কার্টা জাতীয় জোট বিএনএর ঐতিহাসিক সাত দফার দেশব্যাপী প্রচার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় জোট। নাজমুল হুদা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন বিএনএর সাত দফা বাস্তাবায়ন সহজ হবে। কারণ আগে দুই নেত্রীকেই প্রয়োজন ছিল। কিন্তু এখন এক নেত্রীই যথেষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি যা চান শুধুমাত্র আপনিই পারবেন তা বাস্তবায়ন করতে। এখন আর দ্বিতীয় নেত্রীর প্রয়োজন নেই। কারণ বাংলাদেশের সর্বশক্তির আঁধার আপনিই। আপনিই পারবেন জাতীয় জোটের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে সত্যিকার অর্থে জবাবদিহিমূলক জনগণের সরকারব্যবস্থা চালু রাখতে। নাজমুল হুদা বলেন, আমি দৃঢভাবে বিশ্বাস করি, আপনি গণতন্ত্রের মানস কন্যা। একইসঙ্গে আমি বিশ্বাস করতে চাই, বঙ্গবন্ধুর কন্যা হয়ে আপনি দেশে স্বৈরশাসন চান না, গণতন্ত্রকে সুসংহত করতে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন চান। তিনি বলেন, আপনি দেশে আইনের শাসন নিশ্চিত করতে চান, বিচারব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ রাখতে চান এবং নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ জনপ্রশাসনকে নিরপেক্ষ দেখতে চান। নির্বানের রায়ে মাধ্যমেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে বলে মন্তব্য করেন তিনি। নাজমুল হুদা বলেন, এ দাবি আজ শুধু মাত্র সময়ের দাবিই নয়, এটি একটি সার্বজনীন দাবি। এ দাবির সমর্থনে যুগ যুগ ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা৷ এ সময় তিনি ‘গণতন্ত্রের ম্যাগনা কার্টা জাতীয় জোট বিএনএ’র ঐতিহাসিক সাত দফার দেশব্যাপী প্রচার কার্যক্রম’ ঘোষণা করেন। এর আগে এ বছরের ১৫ ফেব্রুয়ারি গণতন্ত্রের ম্যাগনা কার্টা জাতীয় জোট বিএনএ’র ঐতিহাসিক সাত দফা ঘোষণা করেছিলেন নাজমুল হুদা। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমের ওই সাত দফা দাবি জনসম্মুখে তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, বিএনএ’র মহাসচিব সেকেন্দার আলী, মুখপাত্র শেখ শহীদুজ্জামান, জাগো বাঙ্গালির চেয়ারম্যান মেজর (অব.) ডা. হাবিবুর রহমানসহ প্রমুখ৷