হাওর বার্তা ডেস্কঃ বলিউডের কিং খানের কাছে কিছুই অসম্ভব নয়। তবে তার কাছেই বিয়ের পর স্ত্রী গৌরি হানিমুনের জন্য বিশেষ কোনও ডেস্টিনেশনে যাওয়ার ইচ্ছা রাখলে তা রাখতে পারেননি তিনি। গৌরিকে প্যারিসের নাম করে দার্জিলিং ঘুরিয়ে এনেছিলেন শাহরুখ।
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শোতে এসে সেরা স্টাইলিশ জুটির সম্মানে ভূষিত হন শাহরুখ-গৌরি। অ্যাওয়ার্ড শো-তে এসে এমনটাই জানালেন অভিনেতা।
সেই সময় শাহরুখের পারিশ্রমিক তেমন ছিল না। অথচ গৌরিকে খুশি করার জন্য স্পেশ্যাল কিছু করতেই হবে। হানিমুনের জন্য শাহরুখ গৌরিকে বলেছিলেন নিয়ে যাবেন প্যারিস। প্যারিস মানেই প্রেমের শহর। সেখানকার স্বপ্ন দেখিয়ে অভিনেতা, গৌরিকে নিয়ে গিয়েছিলেন দার্জিলিংয়ে।
যদিও সে নিয়ে একবারের জন্যও অভিযোগ জানাননি গৌরি। বরং দু’জনে বেশ আনন্দেই দার্জিলিংয়ের চা-বাগানে ঘুরেছিলেন। সেই ছবি এখনও ভক্তদের কাছে বেশ প্রিয়। এমনকি শাহরুখের কাছেও ছবিটি খুব পছন্দের।