যার জন্য বিয়ে করা ফরজ

হাওর বার্তা ডেস্কঃ ব্যক্তির শারীরিক, মানসিক ও আর্থিক অবস্থার উপর নির্ভর করে বিয়ের হুকুম। তাই সকলের ক্ষেত্রে বিয়ের হুকুম এক রকম নয়; বরং ব্যক্তিভেদে বিয়ে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুয়াক্কাদা, মুবাহ, মাকরূহ ও হারাম বলে বিবেচিত হয়। ব্যক্তির জন্য বিয়ে ফরজ হয় চার শর্তে। যা এখানে তুলে ধরা হলো-

১. যে ব্যক্তি বিয়ে না করলে ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল থাকে।
২. ঐ ব্যক্তির জন্য বিয়ে ফরজ যে, ব্যভিচার থেকে বাঁচার জন্য রোজা রাখতেও অক্ষম।
৩. যে ব্যক্তির বাঁদী গ্রহণেরও সুযোগ নেই।
৪. সর্বোপরি যে ব্যক্তি বৈধ পন্থায় স্ত্রীর মোহর ও ভরণ-পোষণে ব্যয় করতে সক্ষম। এমন ব্যক্তির জন্যেও বিয়ে করা ফরজ।

সুতরাং আল্লাহ তাআলা প্রত্যেক সামর্থবান এবং যারা উল্লেখিত চারটি শর্তের মধ্যে পড়ে, তাদেরকে ফরজিয়ত আদায়, তাঁর নৈকট্য অর্জনে বিবাহ করার তাওফিক দান করুন। আমিন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর