নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় : ইসি রফিকুল

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন অ্যাডমিনিস্ট্রেশন। পোলিং এজেন্টের কাজ থেকে শুরু করে নির্বাচন পরিচালনায় সবকিছুই এখন চ্যালেঞ্জ।

আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পদে রদবদলসহ কমিশনের ওপর চাপ আছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পেশাদারিত্বের জায়গাটাকে ঠিক করতে হবে। চাপে থাকলে গণমাধ্যমের সাথে এভাবে খোলাখুলি কথা বলা সম্ভব হতো না।

রফিকুল ইসলাম বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয় কমিশনের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে। কিন্তু সব অভিযোগ আমলে নেওয়া সম্ভব নয়। সবার রদবদল তো একসাথে সম্ভব নয়। যথাযত তথ্য উপাত্যসহ অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে খতিয়ে দেখা হচ্ছে।

এ সময় তিনি জানান, গণভবনে সেনা কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে না।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর