বাংলাদেশে বিদেশি নাগরিক আসতে ভয় পাচ্ছে

বাংলাদেশে বিদেশি নাগরিকরা আসতে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ভাবমূর্তি সংকটে বাংলাদেশ উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ। মাহবুব হোসেন বলেন, সম্প্রতি বাংলাদেশে একজন ইতালিয়ান নাগরিককে নির্মমভাবে হত্যা করা হলো। এ ঘটনার পর থেকে বিদেশি নাগরিকরা বাংলাদেশে আসতে অনীহা প্রকাশ করছেন। আসতে ভয় পাচ্ছেন, এটা নতুন প্রেক্ষাপটও বটে। তিনি আরো বলেন, দেশে সাধারণ মানুষও সরকারের সন্ত্রাসে আতঙ্কিত। সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য মামালাসহ তরুণ বন্ধুদের হত্যা করছে।

দেশের ভাবমূর্তি সংকটে পড়েছে উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, দেশের ভাবমূর্তি ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমেই নষ্ট হয়ে গেছে। সরকার যত বাহানাই করুক না কেন এটাকে আড়াল করতে পারবে না। যতদিন মানুষ ভোটের অধিকার ফিরে না পাবে ততদিন পর্যন্ত দেশের ভাবমূর্তি সংকটে থাকবে। সভায় যুবদল সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, স্বাধীনতার চেতনা মৃতপ্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে শেখ মুজিবুর রহমানকে হামলার পরিকল্পনা করা হয়েছিল। তখন থেকেই আমাদের দেশে ভাবমূর্তির সংকট শুরু হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর