রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা আগামীকাল

হাওর বার্তা ডেস্কঃ দেশের একুশতম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল (২৫ জানুয়ারি)। নির্বাচন হবে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে এমন তথ্য জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগে আজ স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন সিইসি। রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। ফলে সংবিধান অনুযায়ী, ভোট হতে হবে ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে।

২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. আবদুল হামিদ। স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসোবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, মেয়াদ অবসানের কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ক্ষেত্রে মেয়াদপূর্তির তারিখের আগের নব্বই থেকে ষাট দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর