বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে প্রধানমন্ত্রীর অধীনেই : শামীম

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে। সংবিধানের বাইরে গিয়ে অনির্বাচিতদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হবে না। নিয়ম অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। প্রধানমন্ত্রীর অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে।

আজ সরকারের চার বছর পূর্তি উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ার ঘড়িসা ইউনিয়নের নোয়াদার বাঙলাবাজার মাঠে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে সরকারের ধারাবাহিকতা ছিল বলেই আজকে বাংলাদেশ সব সূচকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতার জন্য সরকারের ধারাবাহিকতাও প্রয়োজন। এ জন্য আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। যারা আন্দোলনে পরাজিত হয়, তারা নির্বাচনেও পরাজিত হবে। বিএনপি নেত্রী খালেদা জিয়া সরকার পতনের আন্দোলনে পরাজিত হয়েছিলেন, এবার একাদশ সংসদ নির্বাচনেও পরাজিত হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ায়। আর বিএনপি ক্ষমতায় থাকলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। বিদেশে ভাবমূর্তি নষ্ট হয়। দেশের অর্থ পাচার হয়। তাই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে হলে তৃতীয় মেয়াদে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। সরকারের ধারাবাহিকতা ছিল বলেই আজকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে। বড় বড় মেগাপ্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

ঘড়িসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন হাওলাদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, সখিপুর থানা সভাপতি হুমায়ুন কবির মোল্লা, নড়িয়ার আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানদের মধ্যে হাবিবুর রহমান সিকদার, আবদুর রব খান, হাসেম দেওয়ান, এনায়েতউল্লাহ মুন্সি, আলমগীর হোসেন, লিয়াকত হোসেন মুন্সি, ফজলুল হক মাল, আলম বয়াতি, আদিল মুন্সি, জহির শিকদার, মনির হোসেন সুমন, সানাউল্লাহ, ছাত্রলীগের ফরহাদ হোসেন রিয়াদ, মফিজুর রহমান হিরু প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর