যে ব্যক্তিকে আল্লাহ তা’য়ালা নিজ হাতে পুরস্কার দেবেন

যে ব্যক্তি মহান আল্লাহ তা’য়ালার আদেশানুযায়ি চলবে তার জন্য জান্নাত অবধারিত। তবে কিছু কিছু ধর্মপ্রাণ মুসলমানকে মহান আল্লাহ তা’য়ালা বিশেষ পুরস্কার দেবেন। সেই পুরুস্কার ওই ব্যক্তিকে তিনি নিজ হাতে দেবেন। এ প্রসঙ্গে আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) পবিত্র বুখারি শরীফে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।

মহানবী (সা.) বলেন, ‘মানুষ তার সকল ভাল কাজ করে নিজের জন্য কিন্তু একমাত্র রোজা হলো শুধু আমারই (আল্লাহর) জন্য এবং এর পুরস্কার আমি (আল্লাহ) নিজেই ওই ব্যক্তিকে প্রদান করবো। যদি যে খাওয়া, পান করা এবং বিশেষ কিছুর আকর্ষন থেকে বিরত থাকে।’ (সহিহ বুখারি শরীফ, অধ্যায়-রোজা, হাদিস নম্বর- ১৮৯৪)।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর