চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড সামিটে যাচ্ছেন তিন প্রতিমন্ত্রী

চীনের উদ্যোগে বেইজিংয়ে দুই দিনব্যাপী বেল্ট এন্ড রোড ফোরাম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (বিআরএফ) সম্মেলনে যোগ দিচ্ছেন তিন প্রতিমন্ত্রী।

রবিবার শুরু হওয়া সম্মেলনে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বাংলাদেশের পক্ষে সম্মেলনে অংশ নিচ্ছেন। এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হলো সহযোগিতার ক্ষেত্র বাড়াতে আলোচনা ও সহযোগিতা প্লাটফর্ম তৈরি করা। এই সম্মেলনে ২৯টি দেশের সরকার প্রধানরা অংশ নেবেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগ তুলে ধরেন প্রেসিডেন্ট শি। এরপর থেকে এই উদ্যোগকে ঘিরেই চলছে দেশটির অর্থনৈতিক কূটনীতি। সিল্ক রোড ইকোনোমিক বেল্ট এবং একুশ শতকের মেরিটাইম সিল্ক রোডকে সংযুক্ত করে নেওয়া এই উদ্যোগের আওতায় এশিয়া, ইউরোপ ও আফ্রিকার দেশগুলোকে একটি বাণিজ্যে ও অবকাঠামো নেটওয়ার্কে সম্পৃক্ত করতে চাইছে চীন, যার মধ্যক দিয়ে কার্যত প্রাচীন সিল্ক রোড রুটকে পুনরায় ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর