আত্মসমর্পণের পর কারাগারে সোহেল

মোহাম্মদপুর থানার নাশকতার একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম জাকির হোসের টিপুর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সোহেল। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সোহেলের আইনজীবী সানাউল্লা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামিন আবেদনের ওপর আজই শুনানির কথা রয়েছে।

রাজধানীর বিভিন্ন থানায় বিএনপির এই নেতার বিরুদ্ধে নাশকতার ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এছাড়া রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় গ্রেফতার রয়েছেন সোহেলের ছোট ভাই রাশেদ-উন-নবী বিপ্লব। এই ঘটনার সঙ্গে সোহেলের সম্পৃক্ততা রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর