৭ গুণী ব্যক্তিত্ব পাচ্ছেন শিল্পকলা পদক

দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার সাতজন গুণী ব্যক্তি পাচ্ছেন ‘শিল্পকলা পদক ২০১৫’। এ গুণীজনেরা হলেন নৃত্যকলায় সালেহা চৌধুরী, লোকসংস্কৃতিতে নাদিরা বেগম, নাট্যকলায় কাজী বোরহানউদ্দীন, যন্ত্রসংগীতে সুজেয় শ্যাম, আবৃত্তিতে নিখিল সেন, চারুকলায় সৈয়দ আবুল বারক আলভী ও কণ্ঠসংগীতে মিহির কুমার নন্দী।

৫ মে বৃহস্পতিবার বেলা তিনটায় দেওয়া হবে ‘শিল্পকলা পদক ২০১৫’। বৃহস্পতিবার বেলা তিনটায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গুণীজনদের এ পদক প্রদান করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ এতে সভাপতিত্ব করবেন।

আজ শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে বক্তৃতা করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। শিল্পকলা একাডেমি ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করে আসছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর