করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক বিকেলে

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সচিবদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার সময় বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ বিষয়ে কালের কণ্ঠকে জানিয়েছেন, আজ বিকেল চারটায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে করোনা সংক্রান্ত বিষয়ে যুক্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন।

এদিকে দেশে নতুন করে তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে এ পর্যন্ত দেশে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭।

দেশে নতুন করে যে তিনজন আক্রান্ত হয়েছেন তাদের একজন নারী এবং দুইজন পুরুষ। আক্রান্ত নারীর বয়স ২২ বছর। আর দুজন পুরুষের বয়স একজনের ৬৫ এবং অপরজনের বয়স ৩২ বছর। তারা সবাই একই পরিবারের সদস্য। তাঁদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৪৩ এবং আইসোলেশনে রাখা হয়েছে ১৯ জনকে। দেশে এ পর্যন্ত একজন মারা গেছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর