মেজর (অব.) হাফিজের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ

হাওর বার্তা ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

আজ রবিবার সকালে মেজর (অব.) হাফিজকে ঢাকার সিএমএম আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সাত দিনের রিমান্ড চেয়ে হাফিজউদ্দিন আহমেদকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে একই মামলায় গ্রেফতার হওয়া অবসরপ্রাপ্ত কর্নেল মুহাম্মদ ইসহাক মিয়ানকে শনিবার ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৭/৩১/৩৫ ধারায় পল্লবী থানায় র‌্যাবের দায়ের করা মামলায় এ দুজনকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ। তারা ই-মেইলে বিভিন্ন সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্যমূলক কথা-বার্তা আদান-প্রদান করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর