দ্য হান্ড্রেডে’ সাকিব-তামিমদের মূল্য কত

কিছুদিনের মাঝে ইংল্যান্ডে শুরু হচ্ছে ‘দ্য হান্ড্রেড’ নামে নতুন ধরণের এক ক্রিকেট টুর্নামেন্ট। ইনিংস প্রতি ১০০ বলের এ টুর্নামেন্টের ড্রাফটে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন ছয় বাংলাদেশি ক্রিকেটার। এদের যে কাউকে সেই লীগে খেলতে দেখা গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। আগামী বছরের ১৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে খেলোয়াড়দের ভিত্তিমূল্য প্রকাশ করেছে টুর্নামেন্ট কমিটি।

ছয়জন বাংলাদেশি ক্রিকেটার লিস্টে থাকলেও আগ্রহের কেন্দ্রে আছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ‘দ্য হানড্রেড’ এর ড্রাফটে জায়গা পাওয়া বাকি ক্রিকেটাররা হলেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

এর আগে বিদেশি নানা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দলের জার্সি গায়ে দেখা গেছে সাকিব-তামিমকে। প্রায় কাছাকাছি সময়ে বাংলাদেশ জাতীয় দলে আসা এ দুই ক্রিকেটারের ভিত্তিমূল্যও ধরা হয়েছে একই। তাদের ভিত্তিমূল্য এক লাখ পাউন্ড যা বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ৪২ লাখ টাকা। সাকিব-তামিমের সঙ্গে এই ক্যাটাগরিতে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা আরও ১৫ ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম হলেন কাইরন পোলার্ড, রশিদ খান, শহীদ আফ্রিদি, গ্লেন ম্যাক্সওয়েল ও সুনীল নারাইন।

অবশ্য ভিত্তিমূল্যে এদের চেয়েও এগিয়ে রয়েছেন স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, লাসিথ মালিঙ্গা ও ক্রিস গেইলরা। তাদের ভিত্তিমূল্য এক লাখ ২৫ হাজার পাউন্ড।

ড্রাফটে মোট ১৬৫ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। ক্রিকেটারদের মোট সাতটি ধাপে ভাগ করে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে। ভিত্তিমূল্যগুলো হলো এক লাখ ২৫ হাজার পাউন্ড, এক লাখ পাউন্ড, ৭৫ হাজার পাউন্ড, ৬০ হাজার পাউন্ড, ৫০ হাজার পাউন্ড, ৪০ হাজার পাউন্ড ও ৩০ হাজার পাউন্ড। প্রতিটি দল তাদের একাদশে সর্বোচ্চ তিনজন বিদেশি ক্রিকেটার রাখতে পারবে। আগামী ২০ অক্টোবর নিলামের মাধ্যমে বিদেশি ক্রিকেটার বেছে নেবে দলগুলো।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর