রোহিঙ্গা সংকট, চীনের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে রাজি করাতে চীনের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়োর সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ সহায়তা চান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মিয়ানমার যেন তার দেশের নাগরিকদের দ্রুত ফিরিয়ে নেয়, এ ব্যাপারে চীনের সহায়তা চান ড. মোমেন।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। ঝ্যাং জুয়ো রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে যোগাযোগ আরো শক্তিশালী করার জন্য গুরুত্বারোপ করেন।

ড. মোমেন দুই দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে চুক্তি ও সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত বাস্তবায়নে চীনা রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। চীনা রাষ্ট্রদূত সব প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর